দ্বিতীয় বিবরণ 25:12-18 BACIB

12 তবে তুমি তার হাত কেটে ফেলবে, চক্ষুলজ্জা করবে না।

13 তোমার থলিতে ছোট বড় দু’রকম বাট্‌খারা রাখবে না।

14 তোমার বাড়িতে ছোট বড় দু’রকম মাপের পাত্র থাকবে না।

15 তুমি যথার্থ ও ন্যায্য বাট্‌খারা রাখবে, যথার্থ ও ন্যায্য মাপের পাত্র রাখবে; যেন তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে যে দেশ দিচ্ছেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।

16 কারণ যে কেউ ঐ রকম কাজ করে, যে কেউ অন্যায় করে, সে তোমার আল্লাহ্‌ মাবুদের ঘৃণিত।

17 স্মরণে রেখো, মিসর থেকে তোমরা যখন বের হয়ে এসেছিলে, তখন পথে তোমার প্রতি আমালেক কি করলো;

18 তোমরা যখন শ্রান্ত ও ক্লান্ত ছিলে তখন সে কিভাবে তোমার সঙ্গে পথে মিলে তোমার পিছনের দুর্বল লোকদেরকে আক্রমণ করলো; আর সে আল্লাহ্‌কে ভয় করলো না।