45 এসব বদদোয়া তোমার উপরে আসবে, তোমার পেছনে পেছনে তাড়া করে তোমার বিনাশ পর্যন্ত তোমাকে ধরে ফেলবে; কেননা তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে যেসব হুকুম ও নির্দেশ দিয়েছেন, তুমি সেসব পালন করার জন্য তাঁর নির্দেশে কান দিলে না।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 28
প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 28:45 দেখুন