20 তোমার আল্লাহ্ মাবুদকে মহব্বত কর, তাঁর বাণী মান্য কর ও তাঁতে আসক্ত হও; কেননা তিনিই তোমার জীবন ও তোমার দীর্ঘ পরমায়ুস্বরূপ; তা হলে মাবুদ তোমার পূর্বপুরুষদেরকে, ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবকে, যে দেশ দিতে কসম খেয়েছিলেন, সেই দেশে তুমি বাস করতে পারবে।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 30
প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 30:20 দেখুন