দ্বিতীয় বিবরণ 32:21-27 BACIB

21 যারা আল্লাহ্‌ নয় এমন দেবতার দ্বারা ওরাআমার অন্তর্জ্বালা জন্মালো,নিজ নিজ অসার বস্তু দ্বারা আমাকেঅসন্তুষ্ট করলো;আমিও ন-জাতি দ্বারা ওদের অন্তর্জ্বালাজন্মাবো,মূঢ় জাতি দ্বারা ওদেরকে অসন্তুষ্ট করবো।

22 কেননা আমার ক্রোধে আগুন প্রজ্বলিতহল,তা নিচস্থ পাতাল পর্যন্ত দগ্ধ করে,দুনিয়া ও তাতে উৎপন্ন বস্তু গ্রাস করে,পর্বতগুলোর মূলে আগুন লাগায়।

23 আমি তাদের উপরে অমঙ্গল রাশিকরবো,তাদের প্রতি আমার সমস্ত তীর ছুড়বো।

24 তারা ক্ষুধায় ক্ষীণ হবে,জ্বলন্ত অঙ্গারে ও উগ্র সংহারে আক্রান্তহবে;আমি তাদের কাছে জন্তুদের দাঁতপাঠাবো,ধূলির উপরে বুকে ভর করে চলা সাপেরবিষ সহকারে।

25 বাইরে তলোয়ার, গৃহমধ্যে মহাভয় বিনাশকরবে;যুবক ও কুমারীকে, দুগ্ধপোষ্য শিশু ওশুক্লকেশ বৃদ্ধকে মারবে।

26 আমি বললাম, তাদেরকে উড়িয়ে দেব,মানবজাতি মধ্য থেকে তাদের স্মৃতি মুছেফেলবো।

27 কিন্তু ভয় করি, পাছে দুশমন বিরক্ত করে,পাছে তাদের দুশমনদের বিপরীত বিচারকরে,পাছে তারা বলে, আমাদেরই হাত উন্নত,এসব কাজ মাবুদ করেন নি।