দ্বিতীয় বিবরণ 32:4-10 BACIB

4 তিনি শৈল, তাঁর কাজ সিদ্ধ,কেননা তাঁর সমস্ত পথ ন্যায্য;তিনি বিশ্বাস্য আল্লাহ্‌, তাঁতে অন্যায় নেই;তিনিই ধর্মময় ও সরল।

5 এরা তাঁর সম্বন্ধে ভ্রষ্টাচারী,তাঁর সন্তান নয়,এই এদের কলঙ্ক;এরা বিপথগামী ও কুটিল বংশ।

6 তোমরা কি মাবুদকে এই প্রতিশোধ দিচ্ছ?হে মূঢ় ও অজ্ঞান জাতি,তিনি কি তোমার পিতা নন,যিনি তোমাকে সৃষ্টি করলেন।তিনিই তোমার নির্মাতা ও স্থিতিকর্তা।

7 পুরাকালের দিনগুলোর কথা স্মরণ কর,বহুপুরুষের সমস্ত বছর আলোচনা কর;তোমার পিতাকে জিজ্ঞাসা কর,সে জানাবে;তোমার প্রাচীনদেরকে জিজ্ঞাসা কর,তারা বলবে।

8 সর্বশক্তিমান আল্লাহ্‌ যখন জাতিদেরকেঅধিকার দিলেন,যখন মানবজাতিকে পৃথক করলেন,তখন বনি-ইসরাইলদের সংখ্যানুসারেই সেই লোকবৃন্দের সীমা নির্ধারণ করলেন।

9 কেননা মাবুদের লোকই তাঁর উত্তরাধিকার;ইয়াকুবই তাঁর উত্তরাধিকার।

10 তিনি তাকে পেলেন মরুভূমির দেশে,যেখানে পশুরা গর্জন করে সেই ঘোরমরুভূমিতে;তিনি তাকে বেষ্টন করলেন,তার তত্ত্ব নিলেন,নয়ন-তারার মত তাকে রক্ষা করলেন।