দ্বিতীয় বিবরণ 32:40-46 BACIB

40 কেননা আমি আসমানের দিকে হাতউঠাই,আর বলি, আমি অনন্তজীবী,

41 আমি যদি আমার তলোয়ার বজ্রে শাণদিই,যদি বিচারসাধনে হস্তক্ষেপ করি,তবে আমার বিপক্ষদের প্রতিশোধ নেব,আমার বিদ্বেষীদেরকে প্রতিফল দেব।

42 আমি নিজের সমস্ত তীর মাতাল করবোরক্তপানে,নিহত ও বন্দী লোকদের রক্তপানে;আমার তলোয়ার গোশ্‌ত খাবে,শত্রু-সেনাদের মাথা খাবে।

43 হে সমস্ত জাতি, তাঁর লোকদের সঙ্গেআনন্দ-চিৎকার কর;কেননা তিনি তাঁর গোলামদের রক্তেরপ্রতিফল দেবেন,তাঁর বিপক্ষদের প্রতিশোধ নেবেন, তাঁরদেশের জন্য,তাঁর লোকদের জন্য কাফ্‌ফারা দেবেন।

44 আর মূসা ও নূনের পুত্র ইউসা এসে লোকদের কর্ণগোচরে এই গজলের সমস্ত কথা বললেন।

45 মূসা সমস্ত ইসরাইলের কাছে এসব কথা বল সমাপ্ত করলেন;

46 আর তাদেরকে বললেন, আমি আজ তোমাদের কাছে সাক্ষ্যরূপে যা যা বললাম, তোমরা সেসব কথায় মনোযোগ দাও, আর তোমাদের সন্তানরা যেন এই শরীয়তের সমস্ত কথা পালন করতে যত্নবান হয়, এজন্য তাদেরকে তা হুকুম করতে হবে।