দ্বিতীয় বিবরণ 33:18-24 BACIB

18 আর সবূলূনের বিষয়ে তিনি বললেন,সবূলূন! তুমি তোমার যাত্রাতে আনন্দকর,ইষাখর! তুমি তোমার তাঁবুতে আনন্দকর।

19 এরা গোষ্ঠীগুলোকে পর্বতে আহ্বানকরবে;সেই স্থানে ধার্মিকতার কোরবানী করবে,কেননা এরা সমুদ্রের বহুল দ্রব্য,এবং বালুকণার সমস্ত গুপ্ত ধন শোষণকরবে।

20 আর গাদের বিষয়ে তিনি বললেন,গাদের বিস্তার দোয়াযুক্ত হোক;সে সিংহীর মত বসতি করে,

21 সে নিজের জন্য অগ্রিমাংশ নিরীক্ষণকরলো;কারণ সেখানে অধিপতির অধিকার রক্ষিতহল;আর সে লোকদের নেতৃবর্গের সঙ্গেআসলো;মাবুদের ধার্মিকতা সিদ্ধ করলো,ইসরাইল সম্বন্ধে তাঁর অনুশাসন সিদ্ধকরলো।

22 আর দানের বিষয়ে তিনি বললেন,দান সিংহের বাচ্চা, যে বাশন থেকে লাফদেয়।

23 আর নপ্তালির বিষয়ে তিনি বললেন,নপ্তালি! তুমি তাঁর সন্তোষে তৃপ্ত,আর মাবুদের দোয়ায় পরিপূর্ণ;তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর।

24 আর আশেরের বিষয়ে তিনি বললেন,পুত্রদের দ্বারা আশের দোয়াযুক্ত হোক,সে তার ভাইদের কাছে অনুগ্রহের পাত্রহোক,তার পা তেলে ডুবে থাকুক।