নহিমিয়া 11:15-21 BACIB

15 আর লেবীয়দের মধ্যে; হশূরের পুত্র শিমরিয়; সেই হশূব অস্রীকামের পুত্র, অস্রীকাম হশবিয়ের পুত্র, হশবিয় বুন্নির পুত্র।

16 আর প্রধান লেবীয়দের মধ্যে শব্বথয় ও যোষাবাদ হাতে আল্লাহ্‌র গৃহের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল।

17 আর আসফের সন্তান, সব্দির সন্তান, মিকাহ্‌র পুত্র মত্তনিয় মুনাজাতকালীন প্রশংসা-গজল আরম্ভ করার কাজে প্রধান ছিল। তার ভাইদের মধ্যে বক্‌বুকিয় দ্বিতীয় ছিল এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ।

18 পবিত্র নগরস্থ লেবীয়েরা সবসুদ্ধ দুই শত চুরাশী জন ছিল।

19 আর দ্বারপালেরা অক্কুব, টল্‌মোন ও দ্বারগুলোর প্রহরী তাদের ভাইয়েরা ছিল, এক শত বাহাত্তর জন।

20 আর ইসরাইলের, ইমামদের, লেবীয়দের অবশিষ্ট লোকেরা এহুদার সমস্ত নগরে নিজ নিজ অধিকারে থাকতো।

21 কিন্তু নথীনীয়েরা ওফলে বাস করতো এবং সীহ ও গীষ্প নথীনীয়দের নেতা ছিল।