3 শখনিয়, রহূম, মরেমোৎ,
4 ইদ্দো, গিন্নথোয়, অবিয়,
5 মিয়ামীন, মোয়াদিয়, বিল্গা,
6 শময়িয়, যোয়ারীব, যিদয়িয়,
7 সল্লুক আমোক, হিল্কিয়, যিদয়িয়; এরা যেশূয়ের সময়ে ইমামদের ও আপন আপন ভাইদের মধ্যে প্রধান ছিল।
8 আবার লেবীয়বর্গ; যেশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, এহুদা, মত্তনিয়; এই মত্তনিয় ও তার ভাইয়েরা শুকরিয়া কাওয়ালীর নেতা ছিল।
9 আর তাদের ভাইয়েরা বক্বুকিয় ও উন্নো তাদের সম্মুখে প্রহরিকর্মে নিযুক্ত ছিল।