নহিমিয়া 3:17-23 BACIB

17 তার কাছে লেবীয়েরা, বিশেষত বানির পুত্র রহূম মেরামত করলো। তার কাছে কিয়ীলা প্রদেশের অর্ধভাগের নেতা হসবীয় তার ভাগ মেরামত করলো।

18 তারপর তাদের ভাইয়েরা অর্থাৎ কিয়ীলা প্রদেশের অর্ধভাগের নেতা— হেনাদদের পুত্র— ববয় মেরামত করলো।

19 তার কাছে মিস্পার নেতা— যেশূরের পুত্র— এসর প্রাচীরের বাঁকে অবস্থিত অস্ত্রাগারে উঠবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামত করলো।

20 তারপর সব্বয়ের পুত্র বারূক যত্ন করে বাঁক থেকে মহা-ইমাম ইলীয়াশীবের গৃহ-দ্বার পর্যন্ত আর এক ভাগ মেরামত করলো।

21 তারপর হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাড়ির দরজা থেকে ইলীয়াশীবের বাড়ির প্রান্ত পর্যন্ত আর এক ভাগ মেরামত করলো।

22 তারপর জর্ডানের অঞ্চল-নিবাসী ইমামেরা মেরামত করলো।

23 তারপর বিন্‌ইয়ামীন ও হশূব নিজ নিজ বাড়ির সম্মুখে মেরামত করলো। তারপর অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় তার বাড়ির পাশে মেরামত করলো।