নহিমিয়া 3:20-26 BACIB

20 তারপর সব্বয়ের পুত্র বারূক যত্ন করে বাঁক থেকে মহা-ইমাম ইলীয়াশীবের গৃহ-দ্বার পর্যন্ত আর এক ভাগ মেরামত করলো।

21 তারপর হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাড়ির দরজা থেকে ইলীয়াশীবের বাড়ির প্রান্ত পর্যন্ত আর এক ভাগ মেরামত করলো।

22 তারপর জর্ডানের অঞ্চল-নিবাসী ইমামেরা মেরামত করলো।

23 তারপর বিন্‌ইয়ামীন ও হশূব নিজ নিজ বাড়ির সম্মুখে মেরামত করলো। তারপর অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় তার বাড়ির পাশে মেরামত করলো।

24 তারপর হেনাদদের পুত্র বিন্নূয়ী অসরিয়ের বাড়ি থেকে বাঁক ও কোন্‌ পর্যন্ত আর এক ভাগ মেরামত করলো।

25 উষয়ের পুত্র পালল বাঁকের সম্মুখে; রক্ষীদের প্রাঙ্গণের নিকটস্থ বাদশাহ্‌র উচ্চতর বাড়ি থেকে বহির্গত উচ্চগৃহের সম্মুখে এবং তারপর পরোশের পুত্র পদায় মেরামৎ করলো।

26 আর নথীনীয়েরা পূর্ব দিকে পানি-দ্বারের সম্মুখ পর্যন্ত ও বহির্গত উচ্চগৃহ পর্যন্ত ওফলে বাস করতো।