নহিমিয়া 6:15-19 BACIB

15 ইলূল মাসের পঞ্চবিংশ দিনে, বায়ান্ন দিনের মধ্যে প্রাচীর সমাপ্ত হল।

16 পরে আমাদের সমস্ত দুশমন যখন তা শুনতে পেল, তখন আমাদের চারদিকের জাতিরা সকলে ভয় পেল এবং নিজেদের দৃষ্টিতে নিতান্ত লঘু মনে করলো, কেননা এই কাজ যে আমাদের আল্লাহ্‌ দ্বারাই হল, এই বিষয়টি তারা বুঝতে পারলো।

17 আবার ঐ সময়ে এহুদার প্রধান লোকেরা টোবিয়ের কাছে অনেক পত্র পাঠাত এবং টোবিয়ের পত্রও তাদের কাছে আসত।

18 কারণ এহুদার মধ্যে অনেকে তার পক্ষে শপথ করেছিল; কারণ সে আরহের পুত্র শখনিয়ের জামাতা ছিল এবং তার পুত্র যিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিয়ে করেছিল।

19 আরও তারা আমার সাক্ষাতে তার সৎকাজের কথা বলতো এবং আমার কথাও তাকে জানাত। আমাকে ভয় দেখাবার জন্য টোবিয় পত্র পাঠাত।