নহিমিয়া 7:63-69 BACIB

63 আর ইমামদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্সিল্লয়ের সন্তানবর্গ; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক কন্যাকে বিয়ে করে তাদের নামে আখ্যাত হয়েছিল।

64 খান্দাননামায় বর্ণিত লোকদের মধ্যে এরা যার যার খান্দাননামায় খোঁজ করে পেল না, এজন্য এরা নাপাক গণিত হয়ে ইমামের পদ থেকে বাদ পড়লো।

65 আর শাসনকর্তা তাদেরকে বললেন, যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক ইমাম অধিষ্ঠিত না হবেন, সেই পর্যন্ত তোমরা পবিত্র বস্তু ভোজন করো না।

66 একত্রীকৃত সমস্ত সমাজ বিয়াল্লিশ হাজার তিন শত ষাট জন ছিল।

67 এছাড়া, তাদের সাত হাজার তিন শত সাঁইত্রিশ জন গোলাম বাঁদী ছিল, আর তাদের দুই শত পঁয়তাল্লিশ জন গায়ক ও গায়িকা ছিল।

68 তাদের সাত শত ছত্রিশটি ঘোড়া,

69 দুই শত পঁয়তাল্লিশটি খচ্চর, চার শত পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাত শত কুড়িটি গাধা ছিল।