16 এই কারণে আমি কান্নাকাটি করছি;আমার চোখ, আমার চোখ পানির ঝর্ণা হয়েছে;কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরিয়ে আনবেন,তিনি আমা থেকে দূরে গেছেন;আমার বালকেরা এতিম, কারণ দুশমন বিজয়ী হয়েছে।
17 সিয়োন অঞ্জলি প্রসারণ করছে;তার সান্ত্বনাকারী কেউ নেই;মাবুদ ইয়াকুবের সম্বন্ধে হুকুম দিয়েছেন যে,তার চারদিকের লোক তার বিপক্ষ হোক;জেরুশালেম তাদের মধ্যে ঘৃণাস্পদ।
18 মাবুদই ধর্মময়, কারণ আমি তাঁর হুকুমের বিরুদ্ধাচরণ করেছি;হে জাতি সকল, আরজ করি, শোন, আমার ব্যথা দেখ;আমার কুমারীরা ও যুবকেরা বন্দী হয়ে গেছে।
19 আমি আমার প্রেমিকদেরকে ডাকলাম, তারা আমাকে বঞ্চনা করলো;আমার ইমামেরা ও আমার প্রাচীনবর্গরা নগরের মধ্যে প্রাণত্যাগ করলো,বাস্তবিক তারা নিজ নিজ প্রাণ ফিরিয়ে আনবার জন্য খাদ্যের খোঁজ করছিল।
20 দৃষ্টিপাত কর, হে মাবুদ, কেননা আমি সঙ্কটাপন্না;আমার অন্ত্র দগ্ধ হচ্ছে;আমার ভিতরে অন্তর বিকারপ্রাপ্ত হচ্ছে,কারণ আমি অতিশয় বিরুদ্ধাচরণ করেছি;বাইরে তলোয়ার নিঃসন্তান করছে, ভিতরে যেন মৃত্যু উপস্থিত।
21 লোকে আমার দীর্ঘনিশ্বাস শুনতে পেয়েছে;আমার সান্ত্বনাকারী কেউ নেই;আমার দুশমনরা সকলে আমার অমঙ্গলের কথা শুনেছে;তারা আমোদ করছে,কেননা তুমিই তা করেছ;তুমি নিজের ঘোষিত দিন উপস্থিত করবে,তখন তারা আমার সমান হবে।
22 তাদের সমস্ত নাফরমানী তোমার দৃষ্টিগোচর হোক;তুমি আমার সমস্ত অধমের জন্য আমার প্রতি যেরকম করেছ,তাদের প্রতিও সেরকম কর,কেননা আমার দীর্ঘনিশ্বাস বেশি ও আমার অন্তর মূর্চ্ছিত।