মাতম 5 BACIB

গুনাহ্‌ মাফের জন্য মুনাজাত

1 হে মাবুদ, আমাদের প্রতি যা ঘটেছে, স্মরণ কর,দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ।

2 আমাদের অধিকার বিদেশীদের হাতে,আমাদের বাড়িগুলো বিজাতীয়দের হাতে গেছে।

3 আমরা এতিম ও পিতৃহীন, আমাদের মায়েরা বিধবাদের মত হয়েছেন।

4 আমাদের পানি আমরা রূপা দিয়ে ক্রয় করে পান করেছি,আমাদের কাঠ মূল্য দিয়ে ক্রয় করতে হয়।

5 লোকে ঘাড় ধরে আমাদেরকে তাড়না করে,আমরা পরিশ্রান্ত, কোন বিশ্রাম পাই না।

6 আমরা মিসরীয়দের কাছে করজোড় করেছি,আশেরীয়দের কাছেও করেছি, খাদ্যে তৃপ্ত হবার জন্য।

7 আমাদের পিতৃপুরুষেরা গুনাহ্‌ করেছেন, এখন তাঁরা নেই,আমরাই তাঁদের অপরাধ বহন করেছি।

8 আমাদের উপরে গোলামেরা কর্তৃত্ব করে,তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।

9 প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি,মরুভূমিতে অবস্থিত তলোয়ারের কারণে।

10 আমাদের চামড়া তুন্দুরের মত জ্বলে,দুর্ভিক্ষের জ্বলন্ত তাপের কারণে।

11 সিয়োনে রমণীরা ভ্রষ্টা হল,এহুদার নগরগুলোতে কুমারীরা ভ্রষ্টা হল।

12 নেতৃবর্গের হাত বেঁধে ফাঁসি দেওয়া হল,প্রাচীন লোকদের মুখ সমাদৃত হল না।

13 যুবকদেরকে যাঁতা বইতে হল,শিশুরা কাঠের বোঝার ভারে হোঁচট খেল।

14 প্রাচীনেরা তোরণদ্বারে উপবেশনে নিবৃত্ত,যুবকরা বাদ্য বাদনে নিবৃত্ত হয়েছে;

15 আমাদের অন্তরের আনন্দলুপ্ত হয়েছে,আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।

16 আমাদের মাথা থেকে মুকুট খসে পড়েছে,ধিক্‌ আমাদেরকে! কেননা আমরা গুনাহ্‌ করেছি।

17 এজন্য আমাদের অন্তঃকরণ মূর্চ্ছিত হয়েছে,এ সব কারণে আমাদের চোখ নিস্তেজ হয়েছে।

18 কেননা সিয়োন পর্বত উচ্ছিন্ন স্থান হয়েছে,শিয়ালেরা তার উপর দিয়ে যাতায়াত করে।

19 হে মাবুদ, তুমি অনন্তকাল সমাসীন;তোমার সিংহাসন পুরুষানুক্রমে স্থায়ী।

20 কেন চিরতরে আমাদেরকে ভুলে যাবে?কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে?

21 হে মাবুদ, তোমার প্রতি আমাদেরকে ফিরাও তাতে আমরা ফিরবো;আগেকার দিনের মত নতুন সময় আমাদেরকে দাও।

22 কিন্তু তুমি আমাদেরকে একেবারে অগ্রাহ্য করেছ,আমাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়েছ।

অধ্যায়

1 2 3 4 5