মাতম 1:5-11 BACIB

5 তার দুশমনরা তার মালিকস্বরূপ হয়েছে,তার দুশমনরা ভাগ্যবান হয়েছে;কেননা তার অনেক অধর্মের দরুন মাবুদ তাকে ক্লিষ্ট করেছেন;তার শিশু বালকেরা বিপক্ষের আগে আগে বন্দী হয়ে গেছে।

6 আর সিয়োন-কন্যার সমস্ত শোভা তাকে ছেড়ে গেছে;তার নেতৃবর্গ এমন হরিণগুলোর মত হয়েছে,যারা চরাণি-স্থান পায় না;তারা শক্তিহীন হয়ে তাড়নাকারীদের আগে আগে গমন করেছে।

7 জেরুশালেম নিজের দুঃখের ও দুর্গতির সময়ে,নিজের পুরানো দিনের মনোহর সামগ্রীগুলোর কথা স্মরণ করছে;তার লোকেরা যখন বিপক্ষের হস্তগত হয়েছিল,তার সাহায্যকারী কেউ ছিল না,তখন বিপক্ষরা তাকে দেখলো,তার উৎসন্নতায় উপহাস করলো।

8 জেরুশালেম অতিশয় গুনাহ্‌ করেছে,এজন্য ঘৃণাস্পদ হল;যারা তাকে সম্মান করতো,তারা তাকে তুচ্ছ করছে,কারণ তার উলঙ্গতা দেখতে পেয়েছে;সে নিজেও দীর্ঘনিশ্বাস ত্যাগ করছে,মুখ পিছনে ফিরাচ্ছে।

9 তার নাপাকীতা তার কাপড়ে লেগে ছিল,সে তার শেষফল মনে করতো না,এজন্য আশ্চর্যভাবে পড়ে গেল;তাকে সান্ত্বনা দেবার কেউ নেই;আমার দুঃখ দেখ, হে মাবুদ, কারণ দুশমন অহংকার করেছে;

10 বিপক্ষ তার সমস্ত মনোহর দ্রব্যে হাত লাগিয়েছে;ফলে সে দেখেছে, জাতিরা তার পবিত্র স্থানে প্রবেশ করেছে,যাদের বিষয়ে তুমি হুকুম করেছিলে যে,তারা তোমার সমাজে প্রবেশ করবে না।

11 তার সমস্ত লোক দীর্ঘনিশ্বাস ত্যাগ করছে,তারা খাদ্যের চেষ্টা করছে,প্রাণ ফিরিয়ে আনবার জন্য খাদ্যের পরিবর্তেনিজ নিজ মনোহর দ্রব্য সকল দিয়ে দিয়েছে।দেখ, হে মাবুদ, মনযোগ দাও,কেননা আমি তুচ্ছাস্পদ হয়েছি।