মাতম 4:15-21 BACIB

15 লোকে তাদেরকে চেঁচিয়ে বলেছে, তোমরা পথ ছাড়;নাপাক, পথ ছাড়, পথ ছাড় সপর্শ করো না;তারা পালিয়ে গেছে, ঘুরে বেড়িয়েছে;জাতিদের মধ্যে লোকে বলেছে,ওরা এই স্থানে আর প্রবাস করতে পারবে না।

16 মাবুদের মুখ তাদেরকে ছিন্নভিন্ন করেছে,তিনি তাদেরকে আর দেখতে পারেন না;লোকে ইমামদের মুখাপেক্ষা করে নি,প্রাচীনদের প্রতি কৃপা করে নি।

17 এখনও আমাদের চোখ ক্ষীণ হয়ে পড়ছে,মিথ্যা সাহায্যের প্রত্যাশায়;আমরা অপেক্ষা করতে করতে এমন জাতির অপেক্ষায় রয়েছি,যে রক্ষা করতে পারে না।

18 দুশমনেরা আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে,আমরা নিজ নিজ পথে বেড়াতে পারি না;আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সমপূর্ণ হল,হ্যাঁ, আমাদের শেষকাল উপস্থিত।

19 আমাদের তাড়নাকারীরা আসমানের ঈগল পাখির চেয়ে বেগবান ছিল;তারা পর্বতের উপরে আমাদের পিছনে পিছনে দৌড়াত,মরুভূমিতে আমাদের জন্য ঘাঁটি বসাত।

20 যিনি আমাদের নাসিকায় বায়ুস্বরূপ, মাবুদের অভিষিক্ত,তিনি তাদের গর্তে ধৃত হলেন,যাঁর বিষয়ে বলেছিলাম,আমরা তাঁর ছায়ায় জাতিদের মধ্যে জীবন যাপন করবো।

21 হে ঊষদেশ-নিবাসীনী ইদোম-কন্যে,তুমি আনন্দকর ও পুলকিতা হও।তোমার কাছেও সেই পানপাত্র আসবে,তুমি মত্তা হবে, উলঙ্গিনী হবে।