হোসিয়া 12 BACIB

1 আফরাহীম বাতাস খায় ও পূর্বীয় বায়ুর পিছনে দৌড়ে যায়; সে সমস্ত দিন মিথ্যা কথা ও জুলুম বৃদ্ধি করে, তারা আশেরিয়া দেশের সঙ্গে নিয়ম স্থির করেছে এবং মিসরে জলপাই তেল পাঠিয়েছে।

ইসরাইলের অবাধ্যতার দীর্ঘ ইতিহাস

2 আর এহুদার সঙ্গে মাবুদের ঝগড়া আছে,তিনি ইয়াকুবকে তার পথ অনুসারে দণ্ড দেবেন,তার কার্যানুযায়ী প্রতিফল দেবেন।

3 জরায়ুর মধ্যে সে আপন ভাইয়ের পাদমূল ধরেছিল,আর বয়সকালে আল্লাহ্‌র সঙ্গে যুদ্ধ করেছিল।

4 হ্যাঁ, সে ফেরেশতার সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল;সে তাঁর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল;সে বেথেলে তাঁকে পেয়েছিলে,তিনি সেখানে আমাদের সঙ্গে আলাপ করলেন।

5 মাবুদ বাহিনীগণের আল্লাহ্‌;মাবুদ তাঁর স্মরণীয় নাম।

6 অতএব তুমি তোমার আল্লাহ্‌র কাছে ফিরে এসো, রহম ও ন্যায়বিচার রক্ষা কর; প্রতিদিন তোমার আল্লাহ্‌র অপেক্ষায় থাক।

7 সে ব্যবসায়ী, তার হাতে ছলনার নিক্তি, সে ঠকাতে ভালবাসে।

8 আর আফরাহীম বলেছে, আমি তো ঐশ্বর্যবান হলাম, নিজের জন্য সংস্থান করলাম, আমার সমস্ত শ্রমে এমন কোন অপরাধ পাওয়া যাবে না, যাতে গুনাহ্‌ হয়।

9 কিন্তু আমিই মিসর দেশ থেকে তোমার আল্লাহ্‌ মাবুদ; আমি নির্দিষ্ট ঈদের দিনের মত তোমাকে পুনর্বার তাঁবুতে বাস করাব।

10 আর আমি নবীদের কাছে কথা বলেছি, আমি দর্শনের বৃদ্ধি করেছি ও নবীদের দ্বারা দৃষ্টান্ত ব্যবহার করেছি।

11 গিলিয়দ কি অধর্মময়? তারা অসার মাত্র; গিল্‌গলে তারা ষাঁড় কোরবানী করে; আবার তাদের কোরবানগাহ্‌ সকল ক্ষেতের আলিতে অবস্থিত পাথরের স্তূপের ন্যায়।

12 আর ইয়াকুব অরাম দেশে পালিয়ে গিয়েছিল; ইসরাইল স্ত্রী পাবার জন্য গোলামের কাজ ও স্ত্রীর পাবার জন্য পশুপালকের কাজ করেছিল।

13 মাবুদ এক জন নবী দ্বারা ইসরাইলকে মিসর থেকে এনেছিলেন, আর এক জন নবী দ্বারা সে পালিত হয়েছিল।

14 আফরাহীম তাঁকে অতিশয় অসন্তুষ্ট করেছে; এজন্য তার রক্ত তারই উপরে থাকবে, আর তার প্রভু তার উপহাস তাকে ফিরিয়ে দেবেন।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14