1 আফরাহীম বাতাস খায় ও পূর্বীয় বায়ুর পিছনে দৌড়ে যায়; সে সমস্ত দিন মিথ্যা কথা ও জুলুম বৃদ্ধি করে, তারা আশেরিয়া দেশের সঙ্গে নিয়ম স্থির করেছে এবং মিসরে জলপাই তেল পাঠিয়েছে।
2 আর এহুদার সঙ্গে মাবুদের ঝগড়া আছে,তিনি ইয়াকুবকে তার পথ অনুসারে দণ্ড দেবেন,তার কার্যানুযায়ী প্রতিফল দেবেন।
3 জরায়ুর মধ্যে সে আপন ভাইয়ের পাদমূল ধরেছিল,আর বয়সকালে আল্লাহ্র সঙ্গে যুদ্ধ করেছিল।
4 হ্যাঁ, সে ফেরেশতার সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল;সে তাঁর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল;সে বেথেলে তাঁকে পেয়েছিলে,তিনি সেখানে আমাদের সঙ্গে আলাপ করলেন।
5 মাবুদ বাহিনীগণের আল্লাহ্;মাবুদ তাঁর স্মরণীয় নাম।
6 অতএব তুমি তোমার আল্লাহ্র কাছে ফিরে এসো, রহম ও ন্যায়বিচার রক্ষা কর; প্রতিদিন তোমার আল্লাহ্র অপেক্ষায় থাক।