24 মাবুদ এই কথা বলেন, তোমরা যাত্রা করো না, তোমাদের ভাইদের সঙ্গে বনি-ইসরাইলদের সঙ্গে যুদ্ধ করো না; প্রত্যেকে যার যার বাড়িতে ফিরে যাও, কেননা এই ঘটনা আমা থেকে হল। অতএব তারা মাবুদের কালাম মেনে মাবুদের হুকুম অনুসারে ফিরে গেল।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্নামা 12
প্রেক্ষাপটে ১ বাদশাহ্নামা 12:24 দেখুন