2 তাতে ইয়ারাবিম তাঁর স্ত্রীকে বললেন, আরজ করি, উঠ, ছদ্মবেশ ধারণ কর, তুমি যে ইয়ারাবিমের স্ত্রী তা যেন টের পাওয়া না যায়; তুমি শীলোতে যাও; দেখ, সেখানে অহিয় নবী আছেন, তিনিই আমার বিষয় বলেছিলেন যে আমি এই জাতির বাদশাহ্ হব।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্নামা 14
প্রেক্ষাপটে ১ বাদশাহ্নামা 14:2 দেখুন