31 নাদবের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কর্ম-বিবরণ কি ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?
32 আর আসার ও ইসরাইলের বাদশাহ্ বাশার মধ্যে সারা জীবন যুদ্ধ হত।
33 এহুদার বাদশাহ্ আসার তৃতীয় বছরে অহিয়ের পুত্র বাশা তির্সাতে সমস্ত ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করে চব্বিশ বছর রাজত্ব করেন।
34 মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তিনি তা-ই করতেন এবং ইয়ারাবিমের পথে, যার দ্বারা তিনি ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন, তাঁর সেই গুনাহ্ পথে চলতেন।