১ বাদশাহ্‌নামা 7:19-25 BACIB

19 আর বারান্দাতে দু’টি স্তম্ভের উপরিস্থ মাথলা চার হাত পর্যন্ত শোশন ফুলের আকৃতিবিশিষ্ট ছিল।

20 আর দু’টি স্তম্ভের উপরে জাল কাজের নিকটস্থ মোটাভাগের কাছে মাথলা ছিল; এবং অন্য মাথলার উপরে চারদিকে শ্রেণীবদ্ধ দুই শত ডালিম ছিল।

21 পরে সে ঐ দু’টি স্তম্ভ বায়তুল-মোকাদ্দসের বারান্দাতে স্থাপন করলো এবং ডান দিকের স্তম্ভটি স্থাপন করে তার নাম যাখীন [তিনি সুস্থির করবেন] রাখল এবং বাম দিকের স্তম্ভটি স্থাপন করে তার নাম বোয়স [এতেই বল] রাখল।

22 ঐ দু’টি স্তম্ভের উপরে শোশন ফুলের আকৃতি ছিল; এভাবে দু’টি স্তম্ভের কাজ সমাপ্ত হল।

23 পরে সে ছাঁচে ঢালা একটি গোলাকার সমুদ্র-পাত্র তৈরি করলো, তা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দশ হাত ও তার উচ্চতা পাঁচ হাত ও তার পরিধি ত্রিশ হাত ছিল।

24 আর চার প্রান্তের নিচে সমুদ্র-পাত্র বেষ্টনকারী বার্তাকীর শ্রেণী ছিল, প্রত্যেক হাত পরিমাণের মধ্যে দশটি করে বার্তাকী ছিল; বার্তাকীর দুই শ্রেণী ছিল, ঐ পাত্র ঢালবার সময়ে সেসব ছাঁচে ঢালা গিয়েছিল।

25 ঐ পাত্রটি বারোটি গরুর উপরে স্থাপিত ছিল; তাদের তিনটি উত্তরমুখ, তিনটি পশ্চিমমুখ, তিনটি দক্ষিণমুখ ও তিনটি পূর্বমুখ ছিল; এভাবে সমুদ্রপাত্র তাদের উপরে স্থাপিত হল; তাদের সকলের পিছনের ভাগ ভিতরে থাকলো।