১ বাদশাহ্‌নামা 7:36-42 BACIB

36 আর সে তার অবলম্বনের প্রদেশে ও তার ধারে প্রত্যেকের স্থান-পরিমাণ অনুসারে কারুবী, সিংহ ও খেজুর গাছ খোদাই করে চারদিকে মালা দিল।

37 এভাবে সে দশটি পীঠ তৈরি করলো; সবগুলোই এক ছাঁচে, এক পরিমাণে ও এক আকারে নির্মিত।

38 পরে সে ব্রোঞ্জের দশটি ধোবার পাত্র তৈরি করলো, তার প্রত্যেক পাত্রে চল্লিশ বাৎ পানি ধরতো এবং প্রত্যেক পাত্র চার হাত পরিমিত ছিল; আর ঐ দশটি পীঠের মধ্যে এক এক পীঠের উপরে এক একটি ধোবার পাত্র থাকতো।

39 আর সে গৃহের দক্ষিণ পাশে পাঁচ পীঠ ও বাম পাশে পাঁচ পীঠ রাখল; আর গৃহের দক্ষিণ পাশে পূর্ব দিকে দক্ষিণ দিকের সম্মুখে সমুদ্র-পাত্র স্থাপন করলো।

40 হীরম ঐ সমস্ত ধোবার পাত্র, হাতা ও বাটি তৈরি করলো।এভাবে হীরম বাদশাহ্‌ সোলায়মানের জন্য মাবুদের গৃহের যেসব কাজে প্রবৃত্ত হয়েছিল, সেসব সমাপ্ত করলো;

41 অর্থাৎ দু’টি স্তম্ভ ও সেই স্তম্ভের উপরিস্থ মাথলার দু’টি গোলাকার আচ্ছাদন করার দু’টি জালকার্য;

42 আর দু’টি জালকার্যের জন্য চার শত ডালিমের আকার, অর্থাৎ স্তম্ভের উপরিস্থ মাথলার দু’টি গোলাকার আচ্ছাদন করার এক এক জালকার্যের জন্য দুই শ্রেণী ডালিমের আকার;