১ বাদশাহ্‌নামা 7:9-15 BACIB

9 এর ভিত্তিমূল থেকে শুরু করে আলিসা পর্যন্ত ভিতরে ও বাইরে মসৃণ পাথরের পরিমাণ অনুসারে করাত দিয়ে কাটা দামী পাথরে নির্মিত হয়েছিল এবং বাইরে বড় প্রাঙ্গণ পর্যন্ত একই রকম করা হল।

10 আর বহুমূল্য যে পাথর দিয়ে ভিত্তিমূল নির্মিত হয়েছিল, সেসব পাথর বেশ বড় বড় ছিল, কোন কোনটা দশ হাত ও কোন কোনটা আট হাত।

11 তার উপরে দামী পাথর, পরিমাণ অনুসারে মসৃণ পাথর ও এরস কাঠ ছিল।

12 আর যেমন মাবুদের গৃহের মধ্য প্রাঙ্গণে ও গৃহের বারান্দাতে, তেমনি বড় প্রাঙ্গণের চারদিকে তিন শ্রেণী মসৃণ পাথর ও এক শ্রেণী এরস কাঠ ছিল।

13 আর বাদশাহ্‌ সোলায়মান লোক প্রেরণ করে টায়ার থেকে হীরমকে আনালেন।

14 সে নপ্তালি বংশীয় এক জন বিধবার পুত্র এবং তার পিতা টায়ার নগরস্থ এক জন কাংস্যকার, ব্রোঞ্জের সমস্ত কাজ করতে সে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যায় পরিপূর্ণ ছিল; সে বাদশাহ্‌ সোলায়মানের কাছে এসে তাঁর সমস্ত কাজ করলো।

15 সে ব্রোঞ্জের দু’টি স্তম্ভ নির্মাণ করলো; তার এক এক স্তম্ভ আঠার হাত উঁচু এবং বারো হাত পরিমিত সুতা দু’টি স্তম্ভ বেষ্টন করলো।