ইবরানী 10:14-20 BACIB

14 কারণ যারা পবিত্রীকৃত হয়, তাদেরকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করেছেন।

15 আর পবিত্র রূহ্‌ও আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন, কারণ আগে তিনি বলেন,“সেই কালের পর, প্রভু বলেন,

16 আমি তাদের সঙ্গে এই নিয়ম স্থিরকরবো,আমি তাদের অন্তরে আমার শরীয়ত দেব,আর তাদের হৃদয়ে তা লিখব,”

17 তারপর তিনি বলেন,“এবং তাদের গুনাহ্‌ ও অধর্মগুলোআর কখনও স্মরণে আনবো না।”

18 তাই, যে স্থলে এই সকল মাফ করা হয়, সেই স্থলে গুনাহ্‌র জন্য নৈবেদ্য বলে আর কিছু নেই।

19 অতএব, হে ভাইয়েরা, ঈসা আমাদের জন্য যে ‘পর্দা’ দিয়ে অর্থাৎ আপন দেহের মধ্য দিয়ে, যে জীবন্ত পথ খুলে দিয়েছেন,

20 আমরা সেই নতুন ও জীবন্ত পথে, ঈসার রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করতে সাহস পেয়েছি;