ইবরানী 3:6-12 BACIB

6 কিন্তু মসীহ্‌ তাঁর গৃহের উপরে পুত্র হিসেবে বিশ্বস্ত ছিলেন; আর আমরাই তাঁর সেই গৃহ, যদি আমরা আমাদের গর্বের বস্তু সেই প্রত্যাশাকে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে ধারণ করি।

7 অতএব পাক-রূহ্‌ যেমন বলেন,“আজ যদি তোমরা তাঁর স্বর শুনতে পাও,

8 তবে নিজ নিজ অন্তর কঠিন করো না,যেমন সেই বিদ্রোহ স্থানে,মরুভূমির মধ্যে সেই পরীক্ষার দিনেঘটেছিল;

9 সেখানে তোমাদের পূর্বপুরুষেরাআমাকে যাচাই করলোএবং চল্লিশ বছর ধরে আমার কাজগুলোদেখেও আমায় পরীক্ষা করলো;

10 এজন্য আমি এই জাতির প্রতি অসন্তুষ্টহলাম,আর বললাম, এরা সব সময় অন্তরেভ্রান্ত হয়;আর তারা আমার পথ জানল না;

11 তখন আমি আপন ক্রোধে এই শপথকরলাম,এরা আমার বিশ্রামস্থানে প্রবেশকরবে না।”

12 ভাইয়েরা দেখো, তোমাদের মধ্যে কারও যেন অবিশ্বাসের এমন মন্দ অন্তর না থাকে যে, তোমরা জীবন্ত আল্লাহ্‌র কাছ থেকে সরে পড়।