ইবরানী 8:4-10 BACIB

4 বস্তুত তিনি যদি দুনিয়াতে থাকতেন তবে ইমামই হতে পারতেন না; কারণ এখানে শরীয়ত অনুসারে উপহারাদি কোরবানী করার ইমাম আছেন।

5 তারা পবিত্র স্থানে যে এবাদত করে তা বেহেশতী বিষয়ের দৃষ্টান্ত ও ছায়া মাত্র, যেমন মূসা যখন এবাদত-তাঁবুর নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছিলেন, তখন এই হুকুম পেয়েছিলেন, আল্লাহ্‌ বলেন, “দেখ, পর্বতে তোমাকে যে আদর্শ দেখান হল, তেমনি সমস্ত কিছু কোরো।”

6 কিন্তু এখন ঈসা এই ইমামদের চেয়ে উৎকৃষ্টতর এক পরিচর্যা কাজ পেয়েছেন এবং পুরানো নিয়মের চেয়ে এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হয়েছেন, যা শ্রেষ্ঠ প্রতিজ্ঞাগুলোর উপরে স্থাপিত হয়েছে।

7 কারণ ঐ প্রথম নিয়ম যদি নিখুঁত হত, তবে দ্বিতীয় এক নিয়মের প্রয়োজন হত না।

8 বাস্তবিক আল্লাহ্‌ লোকদেরকে দোষ দিয়ে বলেন,“প্রভু বলেন, দেখ, এমন সময় আসছে,যখন আমি ইসরাইল-কুলের সঙ্গে ওএহুদাকুলের সঙ্গেএক নতুন নিয়ম সম্পন্ন করবো,

9 সেই নিয়ম অনুসারে নয়,যা আমি সেদিন তাদের পূর্বপুরুষদেরসঙ্গে করেছিলাম,যেদিন মিসর দেশ থেকেতাদেরকে বের করে আনবার জন্যতাদের হাত ধরেছিলাম;কেননা তারা আমার নিয়মে স্থিররইলো না,আর আমিও তাদের প্রতি অবহেলাকরলাম,প্রভু এই কথা বলেন।

10 কিন্তু সেই কালের পর আমিইসরাইল-কুলের সঙ্গেএই নিয়ম স্থির করবো, এই কথা প্রভুবলেন;আমি তাদের মনের মধ্যে আমারশরীয়ত রাখব,আর তাদের হৃদয়ে তা লিখবএবং আমি তাদের আল্লাহ্‌ হব,ও তারা আমার লোক হবে।