9 সেই নিয়ম অনুসারে নয়,যা আমি সেদিন তাদের পূর্বপুরুষদেরসঙ্গে করেছিলাম,যেদিন মিসর দেশ থেকেতাদেরকে বের করে আনবার জন্যতাদের হাত ধরেছিলাম;কেননা তারা আমার নিয়মে স্থিররইলো না,আর আমিও তাদের প্রতি অবহেলাকরলাম,প্রভু এই কথা বলেন।
10 কিন্তু সেই কালের পর আমিইসরাইল-কুলের সঙ্গেএই নিয়ম স্থির করবো, এই কথা প্রভুবলেন;আমি তাদের মনের মধ্যে আমারশরীয়ত রাখব,আর তাদের হৃদয়ে তা লিখবএবং আমি তাদের আল্লাহ্ হব,ও তারা আমার লোক হবে।
11 আর তারা প্রত্যেকে নিজেরপ্রতিবেশীকেএবং নিজের ভাইকে এই বলে শিক্ষাদেবে না যে,‘তুমি প্রভুকে জান’;কারণ তারা ক্ষুদ্র ও মহান সকলেইআমাকে জানবে।
12 কেননা আমি তাদের অপরাধগুলোমাফ করবোএবং তাদের গুনাহ্ আর কখনও স্মরণেআনবো না।”
13 ‘নতুন’ বলাতে তিনি প্রথমটি পুরানো করেছেন; কিন্তু যা পুরানো ও নষ্ট হয়ে যাচ্ছে, তা অদৃশ্য হয়ে যাবে।