19 আর আমার আল্লাহ্ মসীহ্ ঈসাতে স্থিত আপন গৌরবের ধন অনুসারে তোমাদের সমস্ত অভাব পরিপূর্ণভাবে মিটিয়ে দেবেন।
20 আমাদের আল্লাহ্ ও পিতার মহিমা যুগপর্যায়ের যুগে যুগে হোক। আমিন।
21 তোমরা মসীহ্ ঈসাতে প্রত্যেক পবিত্র লোককে সালাম জানাও। আমার সঙ্গী ভাইয়েরা তোমাদের সালাম জানাচ্ছেন।
22 সকল পবিত্র লোক, বিশেষত যাঁরা সম্রাটের বাড়ির লোক, তাঁরা তোমাদের সালাম জানাচ্ছেন।
23 ঈসা মসীহের রহমত তোমাদের রূহের সহবর্তী হোক।