২ তীমথিয় 2:10-16 BACIB

10 এই জন্য আমি মনোনীতদের জন্য সমস্ত কিছুই সহ্য করি, যেন তারাও অনন্তকালীন মহিমার সঙ্গে মসীহ্‌ ঈসাতে স্থিত নাজাত লাভ করে।

11 এই কথা বিশ্বাসযোগ্য যে,আমরা যদি তাঁর সঙ্গে মৃত্যুবরণ করেথাকি,তবে তাঁর সঙ্গে জীবিতও থাকব;

12 যদি সহ্য করি, তাঁর সঙ্গে রাজত্বওকরবো;যদি তাঁকে অস্বীকার করি,তবে তিনিও আমাদেরকে অস্বীকারকরবেন।

13 আমরা যদি অবিশ্বস্ত হই,তবুও তিনি বিশ্বস্ত থাকেন;কারণ তিনি নিজেকে অস্বীকার করতেপারেন না।

14 এসব কথা সকলকে স্মরণ করিয়ে দাও, প্রভুর সাক্ষাতে তাদের সাবধান কর, যেন লোকেরা তর্ক-বিতর্ক এড়িয়ে চলে, কেননা তাতে কোন ফল হয় না, বরং যারা শোনে তাদের সর্বনাশ হয়।

15 তুমি আল্লাহ্‌র কাছে পরীক্ষাসিদ্ধ লোক হিসেবে নিজেকে উপস্থিত করতে প্রাণপণ চেষ্টা কর; এমন কার্যকারী হও, যার লজ্জা পাবার কোন কারণ নেই, যে সত্যের কালাম যথার্থভাবে ব্যবহার করতে জানে।

16 কিন্তু ভক্তিহীন অসার কথাবার্তা থেকে দূরে থাক; কেননা সেই সমস্ত কথাবার্তা লোকদেরকে ভক্তি লঙ্ঘনে বেশি অগ্রসর করে তোলে;