17 তারপর দানিয়েল ঘরে ফিরে গিয়ে তাঁর বন্ধু হনানিয়, মীশায়েল ও অসরিয়কে ব্যাপারটা বললেন।
18 তিনি তাঁদের অনুরোধ করলেন যেন তাঁরা সেই অজানা বিষয় জানবার জন্য স্বর্গের ঈশ্বরের কাছে দয়া ভিক্ষা করেন, যাতে তিনি ও তাঁর বন্ধুরা বাবিলের অন্যান্য পরামর্শদাতাদের সংগে মারা না পড়েন।
19 রাতের বেলা একটা দর্শনের মধ্যে সেই অজানা বিষয় দানিয়েলের কাছে প্রকাশিত হল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।
20 তিনি বললেন,“ঈশ্বর চিরকাল ধন্য হোন;জ্ঞান ও শক্তি তাঁরই।
21 তিনিই সময় ও ঋতু তাঁর অধীনে রাখেন;তিনি রাজাদের সিংহাসনে বসান ও নামিয়ে দেন।তিনি জ্ঞানীদের জ্ঞান দান করেনআর বুদ্ধিমানদের বুদ্ধি দান করেন।
22 তিনি গভীর ও লুকানো বিষয় প্রকাশ করেন;তিনি জানেন অন্ধকারের মধ্যে কি আছে;তাঁর সংগে আলো বাস করে।
23 হে আমার পূর্বপুরুষদের ঈশ্বর,আমি তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি,কারণ তুমি আমাকে জ্ঞান ও ক্ষমতা দিয়েছ;আমরা তোমার কাছে যা জানতে চেয়েছিলামতা তুমি আমাকে জানিয়েছ;রাজার স্বপ্নের বিষয় তুমি আমাদের জানিয়েছ।”