১ বংশাবলি 1:13-16-25-27 SBCL

13-16 কনানের বড় ছেলের নাম ছিল সীদোন। তার পরে হেতের জন্ম হয়েছিল। যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় এবং হমাতীয়েরা ছিল কনানের বংশের লোক।

17 শেমের ছেলেরা হল এলম, অশূর, অর্ফক্‌ষদ, লূদ ও অরাম। অরামের ছেলেরা হল ঊষ, হূল, গেথর ও মেশেক।

18 অর্ফক্‌ষদের ছেলে শেলহ এবং শেলহের ছেলে এবর।

19 এবরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল পেলগ; তার সময়ে পৃথিবী ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন।

20-23 যক্তনের ছেলেরা হল অল্‌মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, হদোরাম, ঊসল, দিক্ল, এবল, অবীমায়েল, শিবা, ওফীর, হবীলা ও যোবব।

24 এই হল শেমের বংশ-তালিকা: শেমের ছেলে অর্ফক্‌ষদ, অর্ফক্‌ষদের ছেলে শেলহ,

25-27 শেলহের ছেলে এবর, এবরের ছেলে পেলগ, পেলগের ছেলে রিয়ূ, রিয়ূর ছেলে সরূগ, সরূগের ছেলে নাহোর, নাহোরের ছেলে তেরহ ও তেরহের ছেলে অব্রাম, অর্থাৎ অব্রাহাম।