25-27 শেলহের ছেলে এবর, এবরের ছেলে পেলগ, পেলগের ছেলে রিয়ূ, রিয়ূর ছেলে সরূগ, সরূগের ছেলে নাহোর, নাহোরের ছেলে তেরহ ও তেরহের ছেলে অব্রাম, অর্থাৎ অব্রাহাম।
28-31 অব্রাহামের ছেলেরা হল ইস্হাক ও ইশ্মায়েল। তাঁদের বংশের কথা এই: ইশ্মায়েলের বড় ছেলে নবায়োৎ, তার পরে কেদর, অদ্বেল, মিব্সম, মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।
32 অব্রাহামের উপস্ত্রী কটূরার ছেলেরা হল সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ। যক্ষণের ছেলেরা হল শিবা ও দদান।
33 মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্দায়া। এরা সবাই ছিল কটূরার ছেলে ও নাতি।
34 অব্রাহামের ছেলে ইস্হাকের ছেলেরা হল এষৌ আর ইস্রায়েল।
35 এষৌর ছেলেরা হল ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কোরহ।
36 ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস এবং তিম্নার গর্ভে অমালেক।