46 হূশমের মৃত্যুর পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।
47 হদদের মৃত্যুর পরে তাঁর জায়গায় মস্রেকা শহরের স্ন রাজা হয়েছিলেন।
48 স্নের মৃত্যুর পরে তাঁর জায়গায় সেই এলাকার নদীর পারের রহোবোৎ শহরের শৌল রাজা হয়েছিলেন।
49 শৌলের মৃত্যুর পরে তাঁর জায়গায় অক্বোরের ছেলে বাল্-হানন রাজা হয়েছিলেন।
50 বাল্-হাননের মৃত্যুর পরে তাঁর জায়গায় হদদ্ রাজা হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায় এবং তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাত্নী।
51-54 পরে হদদের মৃত্যু হয়েছিল।ইদোমের সর্দারেরা ছিলেন তিম্ন, অলিয়া, যিথেৎ, অহলীবামা, এলা, পীনোন, কনস, তৈমন, মিব্সর, মঝীয়েল ও ঈরম।