১ বংশাবলি 29:17 SBCL

17 হে আমার ঈশ্বর, আমি জানি যে, তুমি অন্তরের পরীক্ষা করে থাক এবং সততায় খুশী হও। এই সব জিনিস আমি খুশী হয়ে এবং অন্তরের সততায় দিয়েছি। আর এখন আমি দেখে আনন্দিত হলাম যে, তোমার লোকেরা যারা এখানে আছে তারাও কেমন খুশী হয়ে তোমাকে দিয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বংশাবলি 29

প্রেক্ষাপটে ১ বংশাবলি 29:17 দেখুন