6 যতক্ষণ দিন শীতল না হয়,ও ছায়াগুলো পালিয়ে না যায়,ততক্ষণ আমি গন্ধরসের পর্বতে যাব,আর কুন্দুরুর পর্বতে যাব।
7 অয়ি মম প্রিয়ে! তুমি সর্বাঙ্গসুন্দরী,তোমাতে কোন খুঁত নেই।
8 আমারই সঙ্গে লেবানন থেকে এসো,বধূ! আমারই সঙ্গে লেবানন থেকে এসো;অবলোকন কর অমানার শৃঙ্গ থেকে,শনীর ও হর্মোণ পর্বতের শৃঙ্গ থেকে,সিংহদের বাসস্থান থেকে,চিতা বাঘদের পর্বত থেকে।
9 তুমি আমার মন হরণ করেছ,অয়ি মম ভগিনি! মম বধূ!তুমি আমার মন হরণ করেছ,তোমার এক পলকের চাহনি দ্বারা,তোমার কণ্ঠের এক হার দ্বারা।
10 তোমার মহব্বত কেমন মনোরম!অয়ি মম ভগিনি, মম বধূ!তোমার মহব্বত আঙ্গুর-রস থেকে কত উৎকৃষ্ট!তোমার তেলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্যের চেয়ে কত উৎকৃষ্ট!
11 বধূ! তোমার ওষ্ঠাধর থেকে ফোঁটা ফোঁটা মধু ক্ষরে,তোমার জিহ্বার তলে মধু ও দুধ আছে;তোমার পোশাকের গন্ধ লেবাননের গন্ধের মত।
12 মম ভগিনি, মম কান্তা অর্গলবদ্ধ উপবন,বন্ধ বাগান, সীলমোহর করা ফোয়ারা।