সোলায়মান 4 BACIB

1 অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী,দেখ, তুমি সুন্দরী;ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কবুতরের মত;তোমার কেশপাশ এমন ছাগল পালের মত,যারা গিলিয়দ-পর্বতের পাশে শুয়ে থাকে।

2 তোমার দাঁতগুলো ছিন্নলোমা ভেড়ীর পালের মত,যারা গোসল করে উঠে এসেছে,যাদের সকলের যমজ বাচ্চা আছে,যাদের মধ্যে একটিও মৃত বাচ্চা নেই।

3 তোমার ওষ্ঠাধর লাল রংয়ের সুতার মত,তোমার মুখ অতি মনোহর,তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ ডালিম-খণ্ডের মত।

4 তোমার গলদেশ দাউদের সেই উচ্চগৃহের মত,যা অস্ত্রাগারের জন্য নির্মিত,যার মধ্যে এক হাজার ঢাল টাঙ্গান রয়েছে,সে সমস্তই বীরদের ঢাল।

5 তোমার কুচযুগল দু’টি হরিণের বাচ্চার,হরিণীর দু’টি যমজ বাচ্চার মতযারা লিলি ফুলবনে চরে।

6 যতক্ষণ দিন শীতল না হয়,ও ছায়াগুলো পালিয়ে না যায়,ততক্ষণ আমি গন্ধরসের পর্বতে যাব,আর কুন্দুরুর পর্বতে যাব।

7 অয়ি মম প্রিয়ে! তুমি সর্বাঙ্গসুন্দরী,তোমাতে কোন খুঁত নেই।

8 আমারই সঙ্গে লেবানন থেকে এসো,বধূ! আমারই সঙ্গে লেবানন থেকে এসো;অবলোকন কর অমানার শৃঙ্গ থেকে,শনীর ও হর্মোণ পর্বতের শৃঙ্গ থেকে,সিংহদের বাসস্থান থেকে,চিতা বাঘদের পর্বত থেকে।

9 তুমি আমার মন হরণ করেছ,অয়ি মম ভগিনি! মম বধূ!তুমি আমার মন হরণ করেছ,তোমার এক পলকের চাহনি দ্বারা,তোমার কণ্ঠের এক হার দ্বারা।

10 তোমার মহব্বত কেমন মনোরম!অয়ি মম ভগিনি, মম বধূ!তোমার মহব্বত আঙ্গুর-রস থেকে কত উৎকৃষ্ট!তোমার তেলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্যের চেয়ে কত উৎকৃষ্ট!

11 বধূ! তোমার ওষ্ঠাধর থেকে ফোঁটা ফোঁটা মধু ক্ষরে,তোমার জিহ্বার তলে মধু ও দুধ আছে;তোমার পোশাকের গন্ধ লেবাননের গন্ধের মত।

12 মম ভগিনি, মম কান্তা অর্গলবদ্ধ উপবন,বন্ধ বাগান, সীলমোহর করা ফোয়ারা।

13 তোমার চারাগুলো ডালিমের উপবন,তন্মধ্যে আছে সুস্বাদু ফল, জটামাংসীর সঙ্গে মেঁহেদি,

14 জটামাংসী ও জাফরান,বচ, দারুচিনি ও সমস্ত রকম সুগন্ধি ধূপের গাছ,গন্ধরস অগুরু ও প্রধান প্রধান সমস্ত সুগন্ধির তরু।

15 তুমি উপবনগুলোর উৎস,তুমি জীবন্ত পানির কূপ,লেবাননের প্রবাহিত স্রোতমালা।----

16 হে উত্তরীয় বায়ু, জাগ, হে দখিনা বায়ু,এসো, আমার উপবনে উপর দিয়ে বয়ে যাও;উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হোক,আমার প্রিয় তার বাগানে আসুন,নিজের উপাদেয় ফলগুলো আহার করুন।----

17 আমি নিজের উপবনে এসেছি,অয়ি মম ভগিনি! মম বধূ!আমার গন্ধরস ও সুগন্ধি দ্রব্য সংগ্রহ করেছি,আমার মধুসহ মধুচক্র চুষেছি,আমার আঙ্গুর-রস ও দুধ পান করেছি।হে বন্ধুরা! ভোজন কর; পান কর,হে প্রিয়েরা, যথেষ্ট পান কর।----

অধ্যায়

1 2 3 4 5 6 7 8