সোলায়মান 5 BACIB

1 আমি নিদ্রিতা ছিলাম,কিন্তু আমার হৃদয় জেগেছিল;আমার প্রিয়ের স্বর,তিনি দ্বারে আঘাত করে বললেন,

2 ‘আমায় দুয়ার খুলে দাও;অয়ি মম ভগিনি! মম প্রিয়ে! মম কপোতি! মম শুদ্ধমতি!কারণ আমার মাথা ভিজে গেছে শিশিরে,আমার কেশপাশ রাতের কুয়াশায়।’

3 ‘আমি আমার পোশাক খুলেছি,কেমন করে পরবো?আমি পা দুখানি ধুয়েছি,কেমন করে মলিন করবো?’

4 আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়ে তাঁর হাত ঢুকালেন,তাঁর জন্য আমার অন্তর ব্যাকুল হল।

5 আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলতে উঠলাম;তখন গন্ধরসে আমার হাত ভিজল,আমার আঙ্গুল তরল গন্ধরসে ভিজল,অর্গলের হাতলের উপরে।

6 আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলে দিলাম;কিন্তু আমার প্রিয় ফিরে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন;তিনি কথা বললে আমার প্রাণ উড়ে গিয়েছিল;আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না,আমি তাঁকে ডাকলাম, তিনি আমাকে জবাব দিলেন না।

7 নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখতে পেল,তারা আমাকে প্রহার করলো, ক্ষতবিক্ষত করলো,প্রাচীরের প্রহরীরা আমার চাদর কেড়ে নিল।

8 অয়ি! জেরুশালেমের কন্যারা!আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি,তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও,তবে তাঁকে বলো যে, আমি প্রেম-পীড়িতা।----

9 অন্য প্রিয় থেকে তোমার প্রিয় কিসে বিশিষ্ট?অয়ি নারীকুল-সুন্দরি!অন্য প্রিয় থেকে তোমার প্রিয় কিসে বিশিষ্ট যে,তুমি আমাদেরকে এরকম কসম দিচ্ছ?

10 আমার প্রিয়তম শ্বেত ও লাল রংয়ের;তিনি দশ হাজারের মধ্যে অগ্রগণ্য।

11 তাঁর মাথা খাঁটি সোনার মত,তাঁর কেশপাশ কুঞ্চিত ও দাঁড়কাকের মত কালো রংয়ের।

12 তাঁর নয়নযুগল স্রোতের ধারে থাকা এক জোড়া কবুতরের মত,যেন দুধে গোশল করা ও পানির স্রোতের তীরে উপবিষ্ট।

13 তাঁর গণ্ডদেশ সুগন্ধি বাগানের কেয়ারিও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ;তাঁর ওষ্ঠাধর লিলি ফুলের মত,তরল গন্ধরস ক্ষরণকারী।

14 তাঁর হাত বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মত;তাঁর উদর নীলকান্তমণিতে খচিত হাতির দাঁতের শিল্পকর্মের মত।

15 তাঁর ঊরুদ্বয় সোনার চুঙ্গিতে বসান মারবেল পাথরের দু’টি থামের মত;তাঁর দৃশ্য লেবাননের মত,এরস গাছের মত উৎকৃষ্ট।

16 তাঁর কথা অতীব মধুর;হ্যাঁ, তিনি সর্বতোভাবে মনোহর।অয়ি জেরুশালেমের কন্যারা!এই আমার প্রিয়, এই আমার সখা।----

অধ্যায়

1 2 3 4 5 6 7 8