2 সেই শত্রুরা তখন সরুব্বাবিল ও বংশের নেতাদের কাছে এসে বলল, “বায়তুল-মোকাদ্দস তৈরীর কাজে আমরাও তোমাদের সংগে যোগ দেব, কারণ তোমাদের মত আমরাও তোমাদের আল্লাহ্র ইচ্ছামত চলতে চেষ্টা করছি। আশেরিয়ার বাদশাহ্ এসর-হদ্দোন আমাদের এখানে আনবার পর থেকে আল্লাহ্র উদ্দেশে আমরা পশু-কোরবানী দিয়ে আসছি।”