9 পাহাড়ের চূড়া থেকে আমি তাদের দেখছি;তাদের আমি পাহাড়ের উপর থেকে লক্ষ্য করছি।আমি দেখছি এমন একটা জাতিকেযে অন্যদের থেকে দূরে থাকে;অন্য সব জাতির সংগে নিজেদের এক করে দেখে না।
10 ইয়াকুবের বংশধরেরা ধূলিকণার মত অসংখ্য,কে তাদের গুণে দেখতে পারে?বনি-ইসরাইলদের চার ভাগের একভাগও কিকারও পক্ষে গোণা সম্ভব?ঐ সৎ লোকদের মতই যেন আমার মৃত্যু হয়;আমার শেষ যেন হয় তাদেরই মত।”
11 এই কথা শুনে বালাক বালামকে বললেন, “আপনি আমার এ কি করলেন? আমার শত্রুদের বদদোয়া দেবার জন্য আমি আপনাকে আনলাম আর আপনি কি না তাদের দোয়া করলেন।”
12 জবাবে বালাম বললেন, “মাবুদ আমার মুখে যে কথা যুগিয়ে দিয়েছেন তা কি আমি না বলে থাকতে পারি?”
13 পরে বালাক বালামকে বললেন, “আপনি আমার সংগে আর এক জায়গায় আসুন। সেখান থেকে আপনি বনি-ইসরাইলদের দেখতে পাবেন। আপনি তাদের সবাইকে যে দেখতে পাবেন তা নয়, কেবল তাদের একটা অংশই দেখতে পাবেন। সেখান থেকে আপনি আমার পক্ষ থেকে তাদের বদদোয়া দেবেন।”
14 এই বলে বালাক তাঁকে পিস্গা পাহাড়শ্রেণীর উপরে যে সোফীম মাঠ আছে সেখানে নিয়ে গেলেন। সেখানে তিনি সাতটা কোরবানগাহ্ তৈরী করে প্রত্যেকটার উপরে একটা করে ষাঁড় আর একটা করে ভেড়া কোরবানী দিলেন।
15 তারপর বালাম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-কোরবানী দেওয়া হল আপনি সেগুলোর কাছে থাকুন, আর আমি ঐদিকে গিয়ে মাবুদের সংগে দেখা করি।”