26 তুমি বিশ্বস্তদের সংগে বিশ্বস্ত ব্যবহার কর,নির্দোষদের সংগে কর নির্দোষ ব্যবহার,
27 খাঁটি লোকদের সংগে খাঁটি ব্যবহার কর,আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল।
28 তুমি দুঃখীদের রক্ষা করে থাক,আর অহংকারীদের নীচে নামাবার জন্যতোমার চোখ তাদের দিকে আছে।
29 হে মাবুদ, তুমিই আমার বাতি;তুমিই আমার অন্ধকারকে আলো করে থাক।
30 তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি,আর আমার আল্লাহ্র সাহায্যেলাফ দিয়ে দেয়াল পার হতে পারি।
31 আল্লাহ্র পথে কোন খুঁত নেই;মাবুদের কালাম খাঁটি বলে প্রমাণিত হয়েছে।তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।
32 একমাত্র আল্লাহ্ ছাড়া মাবুদ আর কে?আমাদের আল্লাহ্ ছাড়া আর কি কোন আশ্রয়-পাহাড় আছে?