65 তখন মহা-ইমাম তাঁর কাপড় ছিঁড়ে ফেলে বললেন, “এ কুফরী করল। আমাদের আর সাক্ষীর কি দরকার? এখনই তো আপনারা শুনলেন, সে কুফরী করল।
66 আপনারা কি মনে করেন?”তাঁরা জবাব দিলেন, “এ মৃত্যুর উপযুক্ত।”
67 তখন লোকেরা ঈসার মুখে থুথু দিল এবং ঘুষি ও চড় মারল।
68 তারা বলল, “এই মসীহ্, বল্ তো দেখি, কে তোকে মারল?”
69 সেই সময় পিতর বাইরের উঠানে বসে ছিলেন। একজন চাকরাণী তাঁর কাছে এসে বলল, “গালীলের ঈসার সংগে তো আপনিও ছিলেন।”
70 কিন্তু পিতর সকলের সামনে অস্বীকার করে বললেন, “তুমি কি বলছ তা আমি জানি না।”
71 এর পরে পিতর বাইরে দরজার কাছে গেলেন। তাঁকে দেখে আর একজন চাকরাণী সেখানকার লোকদের বলল, “এই লোকটা নাসরতের ঈসার সংগে ছিল।”