রোমীয় 10:18-21 MBCL

18 কিন্তু আমি বলি, বনি-ইসরাইলরা কি সেই কালাম শুনতে পায় নি? নিশ্চয় শুনেছে। পাক-কিতাব বলে,তাদের ডাক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে,ছড়িয়ে পড়েছে তাদের কথাপৃথিবীর শেষ সীমা পর্যন্ত।

19 আমি আবার বলি, বনি-ইসরাইলরা কি সেই কালাম বুঝতে পারে নি? প্রথমে নবী মূসার মধ্য দিয়ে আল্লাহ্‌ বলেছেন,যে জাতি কোন জাতিই নয়,সেই জাতিকে দিয়েই আমি তোমার আগ্রহ জাগিয়ে তুলব;একটা অবুঝ জাতিকে দিয়ে তোমাকে রাগিয়ে তুলব।

20 তারপর নবী ইশাইয়ার মধ্য দিয়ে আল্লাহ্‌ আরও জোর দিয়ে বলেছেন, “আমি তাদের কাছেই ছিলাম, কিন্তু তারা কোন সাহায্যের জন্য আমার কাছে আসে নি। আমি এই লোকদের আমার কাছে অনুরোধ জানাবার সুযোগ দিয়েছি, কিন্তু তারা আমার কাছে কোন অনুরোধ জানায় নি।”

21 কিন্তু বনি-ইসরাইলদের বিষয়ে তিনি বলেছেন, “অবাধ্য ও একগুঁয়ে লোকদের দিকে আমি সারা দিন আমার হাত বাড়িয়েই রয়েছি।”