11 আবার আছে,হে সমস্ত জাতি, মাবুদের গৌরব কর;সমস্ত লোক তাঁর প্রশংসা করুক।
12 আবার নবী ইশাইয়া বলেছেন,যিনি ইয়াসির মূল তিনি আসবেন,সব জাতিকে শাসন করবার জন্য তিনি দাঁড়াবেন।তাঁর উপরেই সব জাতির লোকেরা আশা রাখবে।
13 যিনি আশা দান করেন সেই আল্লাহ্ তোমাদের ঈমানের মধ্য দিয়ে অসীম আনন্দ ও শান্তিতে তোমাদের পরিপূর্ণ করুন। তাহলে পাক-রূহের শক্তিতে তোমাদের দিলে আশা উপ্চে পড়বে।
14 আমার ভাইয়েরা, আমি তোমাদের সম্বন্ধে এই কথা বিশ্বাস করি যে, তোমাদের দিল ভাল-ইচ্ছায় পূর্ণ, তোমাদের সব রকম জ্ঞান আছে, আর তোমরা একে অন্যকে উপদেশ দিতে পার।
15-16 তবুও কয়েকটা বিষয় তোমাদের মনে করিয়ে দেবার জন্য আমি সাহস করে তোমাদের কাছে এই কথাগুলো লিখলাম, কারণ আল্লাহ্ আমাকে অ-ইহুদীদের কাছে মসীহ্ ঈসার সেবাকারী হবার দোয়া করেছেন। পাক-রূহের দ্বারা যে সব অ-ইহুদীদের পাক-পবিত্র করা হয়েছে, তারা যেন আল্লাহ্র গ্রহণযোগ্য কোরবানী হতে পারে সেইজন্য তাঁরই দেওয়া সুসংবাদ তবলিগ করে আমি ইমামের কাজ করছি।
17 আমি আল্লাহ্র জন্য যে কাজ করছি তাতে মসীহ্ ঈসার মধ্য দিয়ে আমার গৌরব করবার অধিকার আছে।
18-19 মসীহ্ আমার মধ্য দিয়ে যা করেছেন তার বাইরে কোন কথা বলবার সাহস আমি করব না। তিনিই আমার কথা ও কাজের মধ্য দিয়ে, কুদরতি ও চিহ্ন-কাজের মধ্য দিয়ে এবং পাক-রূহের শক্তি দিয়ে অ-ইহুদীদের আল্লাহ্র বাধ্য করেছেন। তার ফলে আমি জেরুজালেম থেকে শুরু করে ইল্লুরিকা পর্যন্ত সমস্ত জায়গায় মসীহের বিষয় সুসংবাদ সম্পূর্ণভাবে তবলিগ করেছি।