10 পাক-কিতাবে লেখা আছে:ধার্মিক কেউ নেই, একজনও নেই;
11 কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে না,কেউ আল্লাহ্র ইচ্ছামত কাজ করে না।
12 সবাই ঠিক পথ থেকে সরে গেছে,সবাই একসংগে খারাপ হয়ে গেছে।ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
13 তাদের মুখ যেন খোলা কবর,জিভ্ দিয়ে তারা খোশামোদের কথা বলে।তাদের ঠোঁটের নীচে যেন সাপের বিষ আছে।
14 তাদের মুুখ বদদোয়া ও তেতো কথায় ভরা।
15 খুন করবার জন্য তাদের পা তাড়াতাড়ি দৌড়ে,
16 তাদের পথে ধ্বংস ও সর্বনাশ থাকে।