1 এহুদা আর বিন্ইয়ামীনের লোকদের শত্রুরা শুনতে পেল যে, বন্দীরা ফিরে এসে ইসরাইলের মাবুদ আল্লাহ্র উদ্দেশে একটা এবাদত-খানা তৈরী করছে।
2 সেই শত্রুরা তখন সরুব্বাবিল ও বংশের নেতাদের কাছে এসে বলল, “বায়তুল-মোকাদ্দস তৈরীর কাজে আমরাও তোমাদের সংগে যোগ দেব, কারণ তোমাদের মত আমরাও তোমাদের আল্লাহ্র ইচ্ছামত চলতে চেষ্টা করছি। আশেরিয়ার বাদশাহ্ এসর-হদ্দোন আমাদের এখানে আনবার পর থেকে আল্লাহ্র উদ্দেশে আমরা পশু-কোরবানী দিয়ে আসছি।”
3 কিন্তু সরুব্বাবিল, ইউসা এবং ইসরাইলের অন্যান্য নেতারা বললেন, “আমাদের আল্লাহ্র উদ্দেশে ঘর তৈরী করবার কাজে আমাদের সংগে তোমাদের কোন সম্বন্ধ নেই। পারস্যের বাদশাহ্ কাইরাসের হুকুম অনুসারে ইসরাইলের মাবুদ আল্লাহ্র উদ্দেশে আমরা নিজেরাই তা করব।”
4 তখন তাদের দেশে বাসকারী অন্যান্য জাতিরা এহুদার লোকদের উৎসাহ দমিয়ে দিতে এবং ভয় দেখাতে লাগল যেন তারা সেই ঘর তৈরী না করে।