উযায়ের 5:14 MBCL

14 এমন কি, তিনি ব্যাবিলনের মন্দির থেকে আল্লাহ্‌র ঘরের সেই সব সোনা ও রূপার পাত্রগুলো বের করে দিয়েছিলেন যা বখতে-নাসার জেরুজালেমের এবাদত-খানা থেকে নিয়ে গিয়েছিলেন। বাদশাহ্‌ কাইরাস সেগুলো তাঁর নিযুক্ত শাসনকর্তা শেশ্‌বসরের হাতে দিয়েছিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন উযায়ের 5

প্রেক্ষাপটে উযায়ের 5:14 দেখুন