উযায়ের 5:17 MBCL

17 এখন মহারাজ যদি চান তবে ব্যাবিলনের রাজ-সরকারের নথিপত্র রাখবার জায়গায় খোঁজ করে দেখতে পারেন যে, জেরুজালেমে আল্লাহ্‌র এই ঘরটি তৈরী করবার হুকুম বাদশাহ্‌ কাইরাস সত্যিই দিয়েছিলেন কি না। তারপর এই ব্যাপারে মহারাজ যা ঠিক করবেন তা যেন আমাদের জানিয়ে দেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন উযায়ের 5

প্রেক্ষাপটে উযায়ের 5:17 দেখুন