28 তখন শামাউন মাবুদের কাছে মুনাজাত করে বললেন, “হে আল্লাহ্ মালিক, আমার কথা একবার মনে কর। হে আল্লাহ্, দয়া করে আর একটিবার মাত্র আমাকে শক্তি দাও যাতে আমার দু’টা চোখের জন্য একবারেই আমি ফিলিস্তিনীদের উপর প্রতিশোধ নিতে পারি।”
সম্পূর্ণ অধ্যায় পড়ুন কাজীগণ 16
প্রেক্ষাপটে কাজীগণ 16:28 দেখুন